Региональное агенство стратегической аналитики

No Wonder She Said «no»! Learn How To NID Information Check Persuasively In Four Easy Steps

নির্বাচনের আগে আপনার ভোটার তথ্য যাচাই করে নেওয়াটা খুবই দরকারী একটা কাজ। ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে সহজেই যে কোনো কারো ভোটার তথ্য দেখে করে নিতে পারেন সহজেই।

এজন্য আপনার দরকার হবে যার ভোটার তথ্য দেখতে চান তার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড।

ভোটার তথ্য যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ঃ

১। নিচের লিংকে ক্লিক করুন।

ভোটার তথ্য যাচাই করুন

২। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে এন আই ডি নাম্বার দিন।

৩। জন্ম তারিখ এর ঘরে এন আই ডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ দিন।

৪। এরপরে একটা ঝাপসা ছবি দেখতে পাবেন। ছবিতে যা লিখা আছে সেটা ছবির নিচের ঘরে লিখুন।

৫। «ভোটার তথ্য দেখুন» -এ ক্লিক করুন।

৬। পাশেই আপনার ভোটার নং, সিরিয়াল নং, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিন, ভোটার এলাকা ইত্যাদি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধন করুন ঘরে বসে